Khoborerchokh logo

কুষ্টিয়া জেলা যুবদলের ১১ টি ইউনিট কমিটির অনুমোদন 292 0

Khoborerchokh logo

কুষ্টিয়া জেলা যুবদলের ১১ টি ইউনিট কমিটির অনুমোদন


  কুষ্টিয়া থেকে ,ওয়াহিদুজ্জামান অর্ক:
 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দীয় নির্বাহী কমিটি ও খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের এক সভায় আজ ৯ সেপ্টেম্বর রাত ৯ ঘটিকার সময় কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি আল আমিন কানাই ও সাধারন সম্পাদক কামালউদ্দিনের উপস্হিতিতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধার সম্পাদকের নির্দেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল সাক্ষরিত কুষ্টিয়া জেলার এগারোটি ইউনিট কমিটির অনুমোদন দেওয়া হয়।কমিটিতে কুষ্টিয়া সদর উপজেলা আহ্বায়ক -মো:আব্দুল মাজেদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক -আব্দুল আওয়াল বাদশা,সদস্য সচিব -মনিরুল ইসলাম।কুষ্টিয়া পৌর যুবদল শাখার আহ্বায়ক -মোস্তাফিজুর রহমান সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক -ওয়াকার পারভেজ জীবন, সদস্য সচিব -জিল্লুর রহমান।দৌলতপুর উপজেলা আহ্বায়ক -বেনজির আহম্মেদ বাচ্চু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক -মনিরুজ্জামান স্বপন,সদস্য সচিব -রেজাউর রহমান মাসুদ।মিরপুর পৌর শাখার আহ্বায়ক -সংগ্রাম রহমান জিল্লু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক -ইফতেখার আলম শিল্প,সদস্য সচিব -মোশাররফ হোসেন।মিরপুর সদর শাখার আহ্বায়ক -সুলতান আলী,সিনিয়র যুগ্ম আহ্বায়ক -শরিফুল ইসলাম,সদস্য সচিব -আতাউল হক এমদাদ। ভেড়ামারা উপজেলা শাখার আহ্বায়ক -শামীম রেজা,সিনিয়র যুগ্ম আহ্বায়ক -ফিরোজ আহম্মেদ তপন,সদস্য সচিব -মোশারফ হোসেন। ভেড়ামারা পৌর শাখার আহ্বায়ক -হাফিজুর রহমান জিন্নাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক -আবুল কালাম আজাদ,সদস্য সচিব-নাজিবুল হক সুমন।খোকসা উপজেলা আহ্বায়ক -আবু হেনা মোস্তফা সালাম লালু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক -মো:মোস্তা আহমেদ ও সদস্য সচিব -বাহারুল আলম।খোকসা পৌর শাখার আহ্বায়ক -দাউদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক -মাসুদ হোসেন, সদস্য সচিব-ইমরান হোসেন।কুমারখালি উপজেলা শাখার আহ্বায়ক -জাকারিয়া মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক -ওবায়দুল ইসলাম মিলন,সদস্য সচিব-কুদরত ই নুর।কুমারখালি পৌর শাখার আহ্বায়ক -নূর আলম বুলবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক -এড,রোকনুজ্জামান জামাল ও সদস্য সচিব মো:খোকন বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়।এই কমিটিকে যুবদলের সভাপতি সাইফুল আলম নিরবও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নবনির্বাচিত নেত্বেবৃন্দকে অভিনন্দন জানিয়ে স্বৈরাচার বিরোধী চলমান আন্দোলনে সাফল্য কামনা করেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com